পঞ্চগড়, ২৮ জুন ২০২৫: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় আজ শনিবার (২৮ জুন) দুপুরে পুকুরের পানিতে ডুবে সাফায়েত নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ এলাকার মোঃ আরিফুজ্জামান মিঠুর ছেলে।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মা শাপলা আক্তার তার দুই বছর বয়সী শিশু সন্তান সাফায়েতকে বাড়ির আঙ্গিনায় খেলতে দিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। পরে রান্নার ফাঁকে বাইরে বের হলে তিনি উঠানে ছেলে সাফায়াতকে দেখতে পাননি। তাকে খোঁজাখুঁজি করতে বাড়ির বাইরে বের হলে একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে সাফায়াতকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন মা শাপলা আক্তার। পরে পরিবারের সদস্যরা তার চিৎকারে ছুটে এলে সাফায়াতকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান পুকুরের পানিতে পড়ে ঐ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।