কলকাতা, ২৮ জুন ২০২৫: আজ শনিবার (২৮ জুন) আনন্দবাজার পত্রিকা আয়োজিত নেতাজী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া ট্যুরিস্ট স্পট মেলায় ‘গো এভ্রিহয়্যার’ এবং ‘ট্রাভেলিক্সার’ নামক দুটি ভ্রমণ সংস্থার শুভ সূচনা হয়েছে। মেলাটি ২৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত চলবে এবং এটি ভ্রমণ রসিকদের জন্য দুপুর ১২টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত খোলা থাকবে।
আকর্ষণীয় স্টল ও বিশেষত্ব
মেলায় আসা ভ্রমণ পিপাসুদের জন্য ‘গো এভ্রিহয়্যার’ (স্টল বি-৮) একটি লন্ডন বাস এবং ‘ট্রাভেলিক্সার’ (স্টল সি-১৪ ও সি-১৫) একটি বরফের ইগলু প্রদর্শন করছে। কলকাতার গরমের মধ্যেও এই বরফের ইগলু পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এই দুটি স্টল সরাসরি পরিদর্শন করে দর্শনার্থীরা তাদের পছন্দের ভ্রমণ স্থান ও দেশ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
পূজার বিশেষ ভ্রমণ প্যাকেজ
সমৃদ্ধ ঘোষের ‘গো এভ্রিহয়্যার ট্যুরস এন্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’ পূজার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা সহ ফ্যামিলি ট্যুরের ব্যবস্থা করেছে। এই প্যাকেজগুলোতে ফাইভ স্টার হোটেলে রাত্রি যাপন ও খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে, যা ভ্রমণার্থীদের জীবনে কিছুটা আনন্দ ও বিনোদন যোগাবে।
অন্যদিকে, শাশ্বতী ঘোষের ‘ট্রাভেলিক্সার প্রাইভেট লিমিটেড’ (স্টল সি-১৪ ও সি-১৫) ও পূজার জন্য বিভিন্ন ফ্যামিলি ট্যুর ও প্যাকেজ নিয়ে এসেছে। তারা ভ্রমণ পিপাসু মানুষের জন্য কম খরচে বেড়ানো এবং ফাইভ স্টার হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করছে।
আয়োজকদের আহ্বান
আয়োজকরা সকল ভ্রমণ পিপাসু মানুষকে মেলায় এসে ‘গো এভ্রিহয়্যার’-এর লন্ডনের ডবল ডেকার বাস এবং ‘ট্রাভেলিক্সার’-এর বরফের ইগলু পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। তাদের মতে, এই মেলা ভ্রমণপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা ও সুযোগ নিয়ে এসেছে।
রিপোর্টার: সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ।