বৃষ্টি উপেক্ষা করে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহ, ৩০ জুন ২০২৫: বৃষ্টি উপেক্ষা করে ঝিনাইদহের কালীগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং ‘পতিত স্বৈরাচারের দোসরদের’ অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। আজ বিকেলে উপজেলার মেইন রোড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
দুপুর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও বিএনপির নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নিতে জড়ো হতে থাকেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছাতা মাথায় ও বৃষ্টিতে ভিজে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপকর্ম সমাজে ছড়িয়ে পড়ছে। একই সাথে, তারা ‘পতিত স্বৈরাচারের দোসরদের’ বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সব প্রতিকূলতা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাবে। বৃষ্টি বা কোনো প্রাকৃতিক দুর্যোগ তাদের পথচলায় বাধা হতে পারবে না।