Hi

০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর সাপাহার থেকে ইংল্যান্ডে আমের প্রথম চালান

  • আপডেট : ১২:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৬৩৫ জন দেখেছে

রবিউল আলম, সাপাহার, নওগাঁ: নওগাঁ থেকে বিভিন্ন দেশে আম রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার বিকেলে ইংল্যান্ডে রপ্তানির উদ্দেশ্যে সাপাহার উপজেলা থেকে ১ টন আম ঢাকার শ্যামপুরে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার (আজ) এই আমের প্রথম চালান ইংল্যান্ডে পৌঁছানোর কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার উপজেলার ‘বরেন্দ্র অ্যাগ্রো পার্ক‘-এর মালিক সোহেল রানা। তিনিই নওগাঁ থেকে প্রথম চালানে ১ মেট্রিক টন ‘আম্রপালি‘ আম ইংল্যান্ডে পাঠিয়েছেন। তিনি বাংলাদেশ ফুড অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে ইংল্যান্ডে আম রপ্তানি করছেন।

তরুণ উদ্যোক্তা সোহেল রানা জানান, রপ্তানিকারক প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল অ্যাগ্রো লিমিটেডের মাধ্যমে গত সোমবার বিকেলে ১ টন আম্রপালি আম ইংল্যান্ডের উদ্দেশে ঢাকার শ্যামপুরে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষার পর আশা করা যাচ্ছে, আমগুলো বুধবার সকালের মধ্যে ইংল্যান্ডে পৌঁছাবে।

সোহেল রানা আরও বলেন, বাগানের প্রত্যেক কর্মী হ্যান্ড গ্লাভস পরে গাছ থেকে পরিপক্ব আম সংগ্রহ করেন। আমগুলো সিক্যাচার (একধরনের কাঁচি) দিয়ে বোঁটাসহ পরিষ্কার ঝুড়িতে সংগ্রহ করা হয় এবং ফ্যানের বাতাসে রাখা হয়। এরপর স্বাস্থ্যবিধি মেনে দাগহীন পরিষ্কার আমগুলো বাছাই করে প্যাকেজিং করা হয়।

এই তরুণ উদ্যোক্তা বলেন, এ বছরও তাঁর বাগানে রপ্তানি উপযোগী আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো, বারি-৪, গৌড়মতি, কাটিমন জাতের আম চাষ করা হয়েছে। গত বছর তিনি ৮ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করেছেন। এ বছর অন্তত ৫০ মেট্রিক টন আম রপ্তানির আশা করছেন। চলতি মৌসুমে ইংল্যান্ড ছাড়াও ফিনল্যান্ড, ইতালি, সুইডেন, জার্মানি, কাতার, ওমান, আমেরিকা, নিউজিল্যান্ড, তুরস্ক, সৌদি আরবসহ কয়েকটি দেশে আম পাঠানোর অর্ডার তিনি পেয়েছেন।

সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন বলেন, বিষমুক্ত ও নিরাপদ আম উৎপাদনের জন্য চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে উদ্যোক্তা সোহেল রানা একজন। তাঁর বাগানের আম্রপালি ইংল্যান্ডে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেন, “সাপাহারের আম বিদেশে যাচ্ছে। এটা খুবই খুশির খবর। সোহেল রানার মাধ্যমে বিদেশে এ অঞ্চল থেকে আম পাঠানো শুরু হলো। আশা করি, তাঁর দেখে অন্য চাষিরাও বিদেশে আম পাঠাতে উৎসাহী হবেন।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা বলেন, বিদেশে নিরাপদ আম রপ্তানি করার লক্ষ্যে নওগাঁয় ৮০ জন চাষিকে ‘উত্তম কৃষিচর্চার (গ্যাপ)‘ মাধ্যমে আম চাষের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে বেশ কিছু চাষির সঙ্গে রপ্তানিকারক কোম্পানিগুলোর চুক্তি হয়েছে। তাঁদের মধ্যে সোহেল রানা নামের একজন চাষি তাঁর বাগান থেকে বিদেশে আম্রপালি আম পাঠিয়েছেন। এটি চলতি বছর নওগাঁ থেকে বিদেশে আম রপ্তানির প্রথম চালান।


ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঝিনাইদহে  হুলস্থুল! আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ‘বিগ শট’ নেতারা হাজতে! পুরনো ‘ভাঙচুর’ মামলায় কাঁপছে রাজনীতি! 

নওগাঁর সাপাহার থেকে ইংল্যান্ডে আমের প্রথম চালান

আপডেট : ১২:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

রবিউল আলম, সাপাহার, নওগাঁ: নওগাঁ থেকে বিভিন্ন দেশে আম রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার বিকেলে ইংল্যান্ডে রপ্তানির উদ্দেশ্যে সাপাহার উপজেলা থেকে ১ টন আম ঢাকার শ্যামপুরে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার (আজ) এই আমের প্রথম চালান ইংল্যান্ডে পৌঁছানোর কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার উপজেলার ‘বরেন্দ্র অ্যাগ্রো পার্ক‘-এর মালিক সোহেল রানা। তিনিই নওগাঁ থেকে প্রথম চালানে ১ মেট্রিক টন ‘আম্রপালি‘ আম ইংল্যান্ডে পাঠিয়েছেন। তিনি বাংলাদেশ ফুড অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে ইংল্যান্ডে আম রপ্তানি করছেন।

তরুণ উদ্যোক্তা সোহেল রানা জানান, রপ্তানিকারক প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল অ্যাগ্রো লিমিটেডের মাধ্যমে গত সোমবার বিকেলে ১ টন আম্রপালি আম ইংল্যান্ডের উদ্দেশে ঢাকার শ্যামপুরে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষার পর আশা করা যাচ্ছে, আমগুলো বুধবার সকালের মধ্যে ইংল্যান্ডে পৌঁছাবে।

সোহেল রানা আরও বলেন, বাগানের প্রত্যেক কর্মী হ্যান্ড গ্লাভস পরে গাছ থেকে পরিপক্ব আম সংগ্রহ করেন। আমগুলো সিক্যাচার (একধরনের কাঁচি) দিয়ে বোঁটাসহ পরিষ্কার ঝুড়িতে সংগ্রহ করা হয় এবং ফ্যানের বাতাসে রাখা হয়। এরপর স্বাস্থ্যবিধি মেনে দাগহীন পরিষ্কার আমগুলো বাছাই করে প্যাকেজিং করা হয়।

এই তরুণ উদ্যোক্তা বলেন, এ বছরও তাঁর বাগানে রপ্তানি উপযোগী আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো, বারি-৪, গৌড়মতি, কাটিমন জাতের আম চাষ করা হয়েছে। গত বছর তিনি ৮ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করেছেন। এ বছর অন্তত ৫০ মেট্রিক টন আম রপ্তানির আশা করছেন। চলতি মৌসুমে ইংল্যান্ড ছাড়াও ফিনল্যান্ড, ইতালি, সুইডেন, জার্মানি, কাতার, ওমান, আমেরিকা, নিউজিল্যান্ড, তুরস্ক, সৌদি আরবসহ কয়েকটি দেশে আম পাঠানোর অর্ডার তিনি পেয়েছেন।

সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন বলেন, বিষমুক্ত ও নিরাপদ আম উৎপাদনের জন্য চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে উদ্যোক্তা সোহেল রানা একজন। তাঁর বাগানের আম্রপালি ইংল্যান্ডে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেন, “সাপাহারের আম বিদেশে যাচ্ছে। এটা খুবই খুশির খবর। সোহেল রানার মাধ্যমে বিদেশে এ অঞ্চল থেকে আম পাঠানো শুরু হলো। আশা করি, তাঁর দেখে অন্য চাষিরাও বিদেশে আম পাঠাতে উৎসাহী হবেন।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা বলেন, বিদেশে নিরাপদ আম রপ্তানি করার লক্ষ্যে নওগাঁয় ৮০ জন চাষিকে ‘উত্তম কৃষিচর্চার (গ্যাপ)‘ মাধ্যমে আম চাষের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে বেশ কিছু চাষির সঙ্গে রপ্তানিকারক কোম্পানিগুলোর চুক্তি হয়েছে। তাঁদের মধ্যে সোহেল রানা নামের একজন চাষি তাঁর বাগান থেকে বিদেশে আম্রপালি আম পাঠিয়েছেন। এটি চলতি বছর নওগাঁ থেকে বিদেশে আম রপ্তানির প্রথম চালান।