সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের “বয়স্ক, বিধবা ও স্বামী নিঃস্ব” নারী ভাতা কর্মসূচি (ভিউব্লিউবি) এর উপকারভোগী বাছাইয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ছয়টি ইউনিয়নের আবেদনকারীদের সরাসরি অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের আহমেদ, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলার ছয়টি ইউনিয়নে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন— ভীমখালি ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ সদর ইউনিয়নে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আফজাল হোসেন,
ফেনারবাঁক ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, জামালগঞ্জ উত্তর ইউনিয়নে সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, বেহেলী ইউনিয়নে খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুন নুর রহমান এবং সাচনা বাজার ইউনিয়নে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন।
উল্লেখ্য, এ গণশুনানির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করে তালিকা প্রণয়ন করা হচ্ছে, যাতে সরকারি সহায়তা প্রকৃত প্রাপ্যদের মাঝে পৌঁছানো যায়।