চাঞ্চল্যকর: শৈলকুপায় বাবা কর্তৃক কন্যা ধর্ষণের চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পিতার পলায়ন!
শৈলকুপা, ১৩ জুলাই ২০২৫: ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার খালধার পাড়ায় বাবা কর্তৃক নিজ কন্যাকে ধর্ষণের চেষ্টার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই জঘন্য ঘটনার বিচারের দাবিতে অভিযুক্ত পিতার স্ত্রী (ভুক্তভোগীর মা) থানায় উপস্থিত হয়েছেন। অভিযুক্ত পিতা আল আমীন জনতার ধাওয়ার মুখে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্ত আল আমীনকে ধাওয়া করলে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর মা দ্রুততার সাথে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও নিন্দার ঝড় বইছে।