আজ সোমবার(১৪ জুলাই ) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, নিহত রিমা ঐ এলাকার মোঃ রশিদুল ইসলামের মেয়ে ।
প্রত্যক্ষদর্শী একজন জানায়, সোমবার সকালে দেড় বছর বয়সী শিশু সন্তান রিমা বাড়ির আঙ্গিনায় খেলতে দিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন মা নুরজাহান আক্তার। পরে রান্নার ফাঁকে বাইরে বের হলে উঠানে মেয়ে রিমাকে দেখতে পাননি নুরজাহানা আক্তার। পরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির টিবওয়েল পারে বালতির পানিতে রিমাকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন মা নুরজাহানা আক্তার। পরে পরিবারের সদস্যরা তার চিৎকারে ছুটে এলে রিমাকে পানি থেকে উদ্ধার করা হয়। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার (ওসি) আব্দুল্লাহ হিল জামান পানিতে ডুবে ঐ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।