বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এখানে ৬ টি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন কামরুজ্জামান রতন মোল্লা ছাতা প্রতীক ও প্রভাষক সাইদুর রহমান চেয়ার প্রতীক।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর আওতাধীন ১৬০ জন ভোটারের মধ্যে ১৪১ জন তাদের ভোটাধিকার প্রদান করেন।
ভোট গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন ফলাফল ঘোষনা করেন।
ঘোষিত ফলাফলে প্রভাষক সাইদুর রহমান ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান রতন মোল্লা চেয়ার প্রতীকে পান ৪২ ভোট।
কমিটির অন্যান্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ সভাপতি পদে মোমেনা বেগম, সদস্য পদে যথাক্রমে ওয়াজেদ আলী, আব্দুল হক, সিরাজুল ইসলাম, রাছান জানি গিয়াস, সন্ধ্যা রাণী ও নাজমা বেগম।