গোপালগঞ্জ, ১৬ জুলাই ২০২৫: গোপালগঞ্জে রাজনৈতিক সংঘাত এবার সব সীমা অতিক্রম করে ফেলেছে! এবার খোদ জেলা প্রশাসকের (ডিসি) বাংলোর ভেতরে ঢুকে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা! এই ভয়াবহ হামলার সময় ডিসির বাংলোর পাশের একটি ভবনে আগুন লাগার ঘটনাও ঘটেছে, যা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চরম নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে।
ডিসি বাংলোয় ছাত্রলীগের তাণ্ডব, আহত পুলিশ সদস্য!
আজ বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে এই বর্বরোচিত হামলা চালানো হয়। হামলাকারীরা ডিসির বাংলোর ভেতরে ঢুকে তাণ্ডব চালায় এবং এর পাশের একটি ভবনে আগুন ধরিয়ে দেয়। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দিলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
হামলায় দুই কনস্টেবল আহত হয়েছেন বলে কালবেলাকে নিশ্চিত করেছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু এত বড় একটি হামলার ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে, গোপালগঞ্জের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
দিনভর সহিংসতা: গোপালগঞ্জে সংঘাতের ধারাবাহিকতা!
আজকের দিনটি গোপালগঞ্জে শুরু থেকেই ছিল চরম সহিংসতায় ভরা। সকাল থেকেই পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, ইউএনও’র গাড়িবহরে হামলা, এবং দুপুরে এনসিপি’র সমাবেশ মঞ্চে ভাঙচুর ও ককটেল হামলা চালানো হয়েছে। এরপর এনসিপি’র গাড়িবহরেও হামলার ঘটনা ঘটে, যেখানে পুলিশ ও সেনাবাহিনীকে গুলি চালাতে হয়েছে।
এই সব ঘটনার জন্য বারবার নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। পুলিশের গাড়িতে আগুন, ইউএনও’র বহরে হামলা এবং এবার ডিসি’র বাংলোতে হামলার মতো ঘটনাগুলো প্রমাণ করছে, গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে।
প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার বাসভবনে এমন হামলার ঘটনা দেশের আইনশৃঙ্খলার জন্য এক চরম অশনি সংকেত। এই নৈরাজ্য থামাতে সরকার কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেশবাসীর কৌতূহলের কেন্দ্রবিন্দু।
ট্যাগস: #গোপালগঞ্জ #ডিসিবাংলোয়হামলা #ছাত্রলীগ #আওয়ামীলীগ #রাজনৈতিকসহিংসতা #ব্রেকিংনিউজ #আগুন #পুলিশআহত #নৈরাজ্য #আইনশৃঙ্খলা #সংঘর্ষ