ঢাকা, ১৭ জুলাই ২০২৫: গোপালগঞ্জ—একসময় যে শহর ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের জন্য এক দুর্ভেদ্য দুর্গ, যেখানে রাজনৈতিক জনসভা করতে গিয়ে তারা অপমানিত ও ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিলেন, সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে এবার সেখানে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম! আর এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোড়ন তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, যিনি এনসিপি নেতাদের এই পদক্ষেপকে ‘ইতিহাস বদলানোর’ ইঙ্গিত হিসেবে দেখছেন।
জিয়া-এরশাদের ‘গোপালগঞ্জ ট্র্যাজেডি’: এক কঠিন ইতিহাস!
সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে গোপালগঞ্জের সেই কঠিন ইতিহাস তুলে ধরেছেন। তিনি লেখেন:
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অপদস্থ হওয়া: “শহীদ জিয়াউর রহমান যখন রাষ্ট্রীয় সফরে গোপালগঞ্জে যান, তখন স্থানীয় আওয়ামী সমর্থকরা শহরের প্রবেশ পথে মানবপ্রাচীর তৈরি করে তার গাড়িবহর থামিয়ে দেয় এবং ‘ঘাতক’, ‘বঙ্গবন্ধুর খুনি’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। প্রস্তুত থাকা মঞ্চ ভাঙচুর করা হয়, মাইক ছিনিয়ে নেওয়া হয়, এবং শেষ পর্যন্ত জিয়াকে হেলিকপ্টারে করে খুলনায় সরিয়ে নেওয়া হয়।”
- এরশাদের অগ্নিপরীক্ষা: “একই ধরনের প্রতিরোধের মুখে পড়েছিলেন রাষ্ট্রপতি এরশাদও। ছাত্রলীগ ও যুবলীগ সভামঞ্চে আগুন ধরিয়ে দেয়, রাস্তায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে, এবং শেষে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাকে গোপালগঞ্জ ত্যাগ করতে হয়।”
সাদিক কায়মের প্রশ্ন: ‘জিয়া-এরশাদ যেখানে ব্যর্থ, সেখানে কি পারবে হাসনাত-সার্জিসরা?’
সাদিক কায়েম প্রশ্ন তোলেন—জিয়া ও এরশাদ যেখানে ব্যর্থ, সেখানে তাদের উত্তরসূরীরা কি পারবে? তিনি জোর দিয়ে বলেন, হাসনাত ও সারজিসরা সেই কঠিন ইতিহাস জেনেই গোপালগঞ্জে গিয়েছেন, ঝুঁকি নিয়ে গিয়েছেন ‘ইতিহাস বদলাতে’। তিনি আরও লেখেন, “সেই গোপালগঞ্জে, যেখানে একসময় প্রবেশ করাও ছিল দুঃসাধ্য, সেখানে এখন বজ্রকণ্ঠে শোনা গেছে মুজিববাদবিরোধী স্লোগান।”
গোপালগঞ্জে নজিরবিহীন সংঘাত ও নতুন ইতিহাসের ইঙ্গিত!
গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশকে কেন্দ্র করে দিনভর চরম সহিংসতা হয়েছে। পুলিশ, ইউএনও’র গাড়ি, এনসিপি’র সমাবেশ মঞ্চ ও গাড়িবহরে দফায় দফায় হামলা, গুলি এবং ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ১৪৪ ধারা জারি করতে হয় এবং সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়। এই সংঘাতের মাঝেও এনসিপি নেতারা সমাবেশ করেছেন এবং কড়া বার্তা দিয়েছেন।
সাদিক কায়মের মতে, এনসিপি নেতাদের এই গোপালগঞ্জ সফর কি শুধুই প্রতীকী, না কি ইতিহাসের গতিপথ বদলের ইঙ্গিত? যা নিশ্চিত—গোপালগঞ্জের মাটি আজ এক অন্য ইতিহাসের সাক্ষী। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, এই ‘ইতিহাস বদলানোর’ চেষ্টা শেষ পর্যন্ত সফল হবে কি?
ট্যাগস: #গোপালগঞ্জ #নজিরবিহীনসহিংসতা #এনসিপি #হাসনাতআব্দুল্লাহ #সারজিসআলম #সাদিককায়েম #শহীদজিয়া #এরশাদ #রাজনৈতিকইতিহাস #ফেসবুকপোস্ট #ব্রেকিংনিউজ #ছাত্রশিবির #জুলাইবিপ্লব #আওয়ামীলীগ