Hi

০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় মহেশপুর সিমান্তে দিপু মনির ভাগ্নে কট

  • আপডেট : ১০:১৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৫৩৮ জন দেখেছে

ভারতে পালানোর সময় মহেশপুর সিমান্তে দিপু মনির ভাগ্নে কট

‎নিজেস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগ্নে এবং ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সীমান্ত এলাকার তিন চিহ্নিত দালাল—ফয়েজ উদ্দিন, মিনহাজ উদ্দিন ও রিয়াজ উদ্দিনকেও আটক করা হয়েছে।

‎শনিবার (৯ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রিয়াজ উদ্দিন বিপুল অঙ্কের টাকা নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। তবে ভারত সীমান্তের কাছাকাছি পৌঁছালে তিনি অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন। ওই ব্যক্তিরা রিয়াজের কাছে থাকা টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুর সীমান্তের দালালদের কাছে হস্তান্তর করে।

‎শনিবার দুপুরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রামের লোকজন রিয়াজ উদ্দিন ও তার সহযোগী তিন দালালকে সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে আটকে ফেলে। পরে পুলিশ ও মহেশপুর ৫৮ বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, “আটক রিয়াজ উদ্দিনের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

‎মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিজিবি পাঠাই। স্থানীয় গ্রামবাসী জেলেপোতা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জেনেছি।”

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

ভারতে পালানোর সময় মহেশপুর সিমান্তে দিপু মনির ভাগ্নে কট

আপডেট : ১০:১৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

ভারতে পালানোর সময় মহেশপুর সিমান্তে দিপু মনির ভাগ্নে কট

‎নিজেস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগ্নে এবং ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সীমান্ত এলাকার তিন চিহ্নিত দালাল—ফয়েজ উদ্দিন, মিনহাজ উদ্দিন ও রিয়াজ উদ্দিনকেও আটক করা হয়েছে।

‎শনিবার (৯ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রিয়াজ উদ্দিন বিপুল অঙ্কের টাকা নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। তবে ভারত সীমান্তের কাছাকাছি পৌঁছালে তিনি অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন। ওই ব্যক্তিরা রিয়াজের কাছে থাকা টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুর সীমান্তের দালালদের কাছে হস্তান্তর করে।

‎শনিবার দুপুরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রামের লোকজন রিয়াজ উদ্দিন ও তার সহযোগী তিন দালালকে সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে আটকে ফেলে। পরে পুলিশ ও মহেশপুর ৫৮ বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, “আটক রিয়াজ উদ্দিনের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

‎মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিজিবি পাঠাই। স্থানীয় গ্রামবাসী জেলেপোতা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জেনেছি।”