Hi

০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে পেশাজীবী ও ওলামাদের নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

  • আপডেট : ০৪:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৫৫৪ জন দেখেছে

সাভারে পেশাজীবী ও ওলামাদের নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

মোঃমামুন হোসেন
আশুলিয়া প্রতিনিধঃ

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঢাকার সাভারে পেশাজীবী ও ওলামাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে সাভার পৌরসভার একটি অডিটোরিয়ামে সভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা।

জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমীর আসাদুজ্জামান জীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শহিদুল ইসলাম বলেন, স্বৈরাচারের পতনের মাধ্যমে এদেশে ইসলামের বিজয়ের পথ সুগম হয়েছে। এক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সত্যের পক্ষে কথা বলতে হবে, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। শিক্ষিত শ্রেণির মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ ও জনসচেতনতা কর্মসূচি চালবে। তরুণদের মাঝে আদর্শিক চেতনা জাগ্রত করে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান জীম বলেন, জুলাই গণঅভূত্থ্যান শুধু একটি দিনের ঘটনা নয়। এটি ধারাবাহিক প্রচেষ্টার ফল। ১৬ বছরের ভয়াবহ জুলুম-নির্যাতন, হত্যা, গুম, দখল, চাঁদাবাজী, আলেমদের নির্যাতন, বিরোধী মত দমন, আলেম-ওলামাদের জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যার প্রতিবাদে সর্বস্তরের জনগন স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। আগামী জাতীয় নির্বাচন আনুপাতিক পদ্ধতিতে হতে হবে। প্রয়োজনীয় সংস্থার শেষে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির পর নির্বাচনের দাবি জানান তিনি।

আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইমদাদুল হক, পেশাজীবী থানার সেক্রেটারি এডভোকেট রাশেদ কামাল, ওলামা বিভাগের পৌর শাখার সভাপতি সাইফুল ইসলাম রফিক, মহানগরী উত্তরের দারুস সালাম থানার শুরা সদস্য ডা. রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাওলানা ড. খলিলুর রহমান।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

সাভারে পেশাজীবী ও ওলামাদের নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

আপডেট : ০৪:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

সাভারে পেশাজীবী ও ওলামাদের নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

মোঃমামুন হোসেন
আশুলিয়া প্রতিনিধঃ

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঢাকার সাভারে পেশাজীবী ও ওলামাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে সাভার পৌরসভার একটি অডিটোরিয়ামে সভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা।

জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমীর আসাদুজ্জামান জীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শহিদুল ইসলাম বলেন, স্বৈরাচারের পতনের মাধ্যমে এদেশে ইসলামের বিজয়ের পথ সুগম হয়েছে। এক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সত্যের পক্ষে কথা বলতে হবে, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। শিক্ষিত শ্রেণির মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ ও জনসচেতনতা কর্মসূচি চালবে। তরুণদের মাঝে আদর্শিক চেতনা জাগ্রত করে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান জীম বলেন, জুলাই গণঅভূত্থ্যান শুধু একটি দিনের ঘটনা নয়। এটি ধারাবাহিক প্রচেষ্টার ফল। ১৬ বছরের ভয়াবহ জুলুম-নির্যাতন, হত্যা, গুম, দখল, চাঁদাবাজী, আলেমদের নির্যাতন, বিরোধী মত দমন, আলেম-ওলামাদের জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যার প্রতিবাদে সর্বস্তরের জনগন স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। আগামী জাতীয় নির্বাচন আনুপাতিক পদ্ধতিতে হতে হবে। প্রয়োজনীয় সংস্থার শেষে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির পর নির্বাচনের দাবি জানান তিনি।

আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইমদাদুল হক, পেশাজীবী থানার সেক্রেটারি এডভোকেট রাশেদ কামাল, ওলামা বিভাগের পৌর শাখার সভাপতি সাইফুল ইসলাম রফিক, মহানগরী উত্তরের দারুস সালাম থানার শুরা সদস্য ডা. রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাওলানা ড. খলিলুর রহমান।