Hi

০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক

  • আপডেট : ০৬:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৫৬৫ জন দেখেছে

বামনায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক

 

মোঃমাহমুদুউল্লাহ রিয়াদ
বামনা (বরগুনা)প্রতিনিধিঃ
অদ‍্য ০৯/০৮/২০২৫ রোজ বুধবার বরগুনার বামনা উপজেলায় ১১ ঘটিকায় বামনা ডিটাচমেন্টের কন্টিনজেন্ট কমান্ডার লেঃ মোঃ হানিন আল তুরাবী,(ই), বিএন পিনং ৩৬২০ এর নেতৃত্বে একটি সেকশন (অস্ত্র ও গোলাবারুদ সহ) বিএন পিকআপ (১৩-১৮৪) যোগে রুটিন টহল চলাকালীন অবস্থায় *বামনা উপজেলার গোলাগাটা গ্রামের
মোঃ মোসলেম মল্লিক এর পুত্র মোঃ আফসার মল্লিক (২৭) কে সন্দেহ জনক ভাবে আটক করা হয় পরবর্তীতে উক্ত মোঃ আফসার মল্লিককে তল্লাশি করে ৪২ পিস ইয়াবা এবং একটি মোবাইল (মোবাইল নাম্বার ০১৯০২৪৮৫৩০১ এবং ০১৮৩৭৪২৬১৮৫) পাওয়া যায় । উল্লেখ্য উক্ত ব্যক্তি অত্র এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং উল্লেখিত জায়গায় মাদক বিক্রির জন্য এসেছিল বলে জানা যায় ।পরবর্তীতে ১৬:০৫ ঘটিকায় বামনা থানা পুলিশের নিকট আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য হস্তান্তর করা হয়।
আটককৃত ব্যক্তিকে বামনা ডেটাচমেন্টে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় এবং পরবর্তীতে, ১৬:০৫ ঘটিকায় বামনা থানা পুলিশদের নিকট আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য হস্তান্তর করা হয় ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

বামনায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক

আপডেট : ০৬:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

বামনায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক

 

মোঃমাহমুদুউল্লাহ রিয়াদ
বামনা (বরগুনা)প্রতিনিধিঃ
অদ‍্য ০৯/০৮/২০২৫ রোজ বুধবার বরগুনার বামনা উপজেলায় ১১ ঘটিকায় বামনা ডিটাচমেন্টের কন্টিনজেন্ট কমান্ডার লেঃ মোঃ হানিন আল তুরাবী,(ই), বিএন পিনং ৩৬২০ এর নেতৃত্বে একটি সেকশন (অস্ত্র ও গোলাবারুদ সহ) বিএন পিকআপ (১৩-১৮৪) যোগে রুটিন টহল চলাকালীন অবস্থায় *বামনা উপজেলার গোলাগাটা গ্রামের
মোঃ মোসলেম মল্লিক এর পুত্র মোঃ আফসার মল্লিক (২৭) কে সন্দেহ জনক ভাবে আটক করা হয় পরবর্তীতে উক্ত মোঃ আফসার মল্লিককে তল্লাশি করে ৪২ পিস ইয়াবা এবং একটি মোবাইল (মোবাইল নাম্বার ০১৯০২৪৮৫৩০১ এবং ০১৮৩৭৪২৬১৮৫) পাওয়া যায় । উল্লেখ্য উক্ত ব্যক্তি অত্র এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং উল্লেখিত জায়গায় মাদক বিক্রির জন্য এসেছিল বলে জানা যায় ।পরবর্তীতে ১৬:০৫ ঘটিকায় বামনা থানা পুলিশের নিকট আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য হস্তান্তর করা হয়।
আটককৃত ব্যক্তিকে বামনা ডেটাচমেন্টে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় এবং পরবর্তীতে, ১৬:০৫ ঘটিকায় বামনা থানা পুলিশদের নিকট আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য হস্তান্তর করা হয় ।