কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
রফিক মন্ডল, কোটচাঁদপুরঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার এই কর্মসূচিতে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও তরুণ রাজনীতিবিদ হুমায়ুন কবির মিলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইসাহক আলী, সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ন কবির, শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রফিক মন্ডলসহ শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণ কার্যক্রম অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য নিয়মিত এমন কর্মসূচি আয়োজন করা হবে।