মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (IDM) কুয়ালালামপুর শহরের একটি শপিং মলে অভিযান চালিয়ে ২৬ জন বাংলাদেশি সহ মোট ১৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।
শনিবার (১৭ মে) দুপুর আড়াইটা থেকে এই অভিযান শুরু হয়। পুত্রাজায়ার আইডিএম সদর দপ্তর থেকে উপমহাপরিচালক (অপারেশনস) তুয়ান জাফরি বিন এমবোক তাহার নেতৃত্বে ১০৬ জন কর্মকর্তা এই অভিযানে অংশ নেন।
অভিযানকালে মোট ৯৬৪ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে ১৪৩ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, মায়ানমার, সিরিয়া, নেপাল, আফগানিস্তান এবং চীনের নাগরিকরা রয়েছেন, যাদের বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে।
প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে, আটককৃতদের অনেকেরই মালয়েশিয়ায় বসবাসের বৈধ অনুমতি (ভিসা) নেই, অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা অবৈধভাবে অবস্থান করছেন এবং কেউ কেউ ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। আটককৃত সকল অভিবাসীকে তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশের অভিবাসন আইন ভঙ্গকারী বিদেশীদের সনাক্তকরণ, গ্রেপ্তার, বিচার এবং বহিষ্কারের জন্য তারা নিয়মিত অভিযান পরিচালনা করবে। নিয়োগকর্তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের নিয়োগ, সুরক্ষা দেওয়া বা তাদের তথ্য গোপন করা হলে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭ (ATIPSOM) এর অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।