ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন একটি ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
স্যাটেলাইটটি শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। তবে, উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই তৃতীয় ধাপে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় এটি নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে পারেনি।
ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, রকেটটির তৃতীয় স্তরের চেম্বারের চাপ কমে যাওয়ায় এই ব্যর্থতা ঘটেছে। এই উৎক্ষেপণটি ছিল শ্রীহরিকোটা থেকে ইসরোর ১০১তম মিশন।
এই ব্যর্থতার কারণ অনুসন্ধানে দুটি কমিটি গঠন করা হয়েছে। পিএসএলভি রকেট, যা চন্দ্রযান ও মঙ্গলযান মিশনে ব্যবহৃত হয়েছিল,টিকে একটি নির্ভরযোগ্য উৎক্ষেপণ যান হিসেবে বিবেচনা করা হয়।
রকেটের সাথে ইওএস- ৯ নামের একটি ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট ছিল, যা কৃষি, বন ও পানিসম্পদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের জন্য তৈরি করা হয়েছিল।