সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-হাদাত জানিয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা কমান্ডার ও সংগঠনটির সামরিক শাখা প্রধান মোহাম্মদ সিনওয়ার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
সংবাদমাধ্যমটি দাবি করেছে, গত মঙ্গলবার খান ইউনিসের একটি ইউরোপীয় হাসপাতালে ইসরায়েলের বড় ধরনের হামলায় মোহাম্মদ সিনওয়ার ও তার ১০ সঙ্গী নিহত হয়েছেন। যদিও হামাস আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মোহাম্মদ সিনওয়ার ছিলেন হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই, যিনি গত বছরের অক্টোবরে রাফায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হন। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার হামাসের অন্যতম শীর্ষ নেতায় পরিণত হন এবং সামরিক শাখার প্রধানের পাশাপাশি গাজার দায়িত্বও গ্রহণ করেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বৈঠকে বলেছেন, তাদের বিশ্বাস মোহাম্মদ সিনওয়ার গত সপ্তাহেই নিহত হয়েছেন। যদিও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো আসেনি, তবে “সবকিছু ইঙ্গিত দিচ্ছে” তিনি আর বেঁচে নেই।
ইসরায়েলি কর্মকর্তারা মোহাম্মদ সিনওয়ারকে তার ভাইয়ের মতোই কট্টরপন্থী এবং সামরিক দিক থেকে আরও অভিজ্ঞ বলে মনে করেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, মোহাম্মদ সিনওয়ার ২০১৬ সাল পর্যন্ত খান ইউনিস ব্রিগেডের কমান্ডার ছিলেন এবং তার ভাই ইয়াহিয়ার মতোই গত বছরের ৭ অক্টোবরের ইসরায়েলে হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন।
আল-হাদাতের পৃথক প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার রাতে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ সিনওয়ারের আরেক ভাই জাকারিয়া সিনওয়ার এবং গত সপ্তাহের এক হামলায় হামাসের রাফা ব্রিগেডের প্রধান মোহাম্মদ শাবানাও নিহত হয়েছেন।
উল্লেখ্য, মোহাম্মদ দেইফের মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার হামাসের সামরিক শাখার প্রধানের দায়িত্ব পান এবং পরে তার ভাই ইয়াহিয়ার মৃত্যুর পর পুরো গাজার নেতৃত্ব গ্রহণ করেন।