প্রায় ১০ বছর বন্ধ থাকার পর সৌদি আরবের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস আবারও ইরান থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে। গতকাল রবিবার (১৮ মে) ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে জানান, শনিবার তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ফ্লাইনাসের একটি ফ্লাইট ইরানি হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছে। ফ্লাইনাস একটি সৌদিভিত্তিক সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থা, যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে।
২০১৬ সালে সৌদি আরবের শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে সৌদি দূতাবাস ও মাশহাদে কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ফলে সে বছর ইরানি হজযাত্রীরা হজে যেতে পারেননি। পরবর্তী বছরগুলোতে ইরানি হজযাত্রীদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও, তারা কেবল ইরানি চার্টার্ড বিমানে করে সৌদি আরবে যাওয়ার সুযোগ পেতেন। জুনের প্রথম সপ্তাহে হজ শুরু হওয়ার আগে এই ফ্লাইট পুনরায় চালু হওয়ার ঘটনা দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।