Hi

১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের নতুন অফিস উদ্বোধন

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের নতুন কার্যালয় ‘শিক্ষক বাড়ি’ উদ্বোধন করা হয়েছে। আজ, ২১ জুন, শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই অফিসটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান সরকার স্বপন, এবং ভূরুঙ্গামারী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার।

সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ—এই পাঁচটি বিভাগের প্রায় ১ হাজার ৪০০ শিক্ষককে নিয়ে ২০২২ সালে ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদ গঠিত হয়েছিল। এই নতুন কার্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

শিক্ষকদের পায়ে ফুল, আর সেই সঙ্গে ‘শিক্ষাগুরুর মর্যাদা’ নিয়ে ঝড় তোলা পাঠচক্র! ঝিনাইদহ বন্ধুসভার এক অন্যরকম শিক্ষক দিবস উদযাপন, যা মন জয় করেছে সবার! ঝিনাইদহ: ‘শিক্ষাগুরুর মর্যাদা’ নিয়ে কবিতা-আলোচনা!

ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের নতুন অফিস উদ্বোধন

আপডেট : ১০:৪২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের নতুন কার্যালয় ‘শিক্ষক বাড়ি’ উদ্বোধন করা হয়েছে। আজ, ২১ জুন, শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই অফিসটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান সরকার স্বপন, এবং ভূরুঙ্গামারী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার।

সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ—এই পাঁচটি বিভাগের প্রায় ১ হাজার ৪০০ শিক্ষককে নিয়ে ২০২২ সালে ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদ গঠিত হয়েছিল। এই নতুন কার্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।