Hi

০২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়ন না হলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি জুলাই যোদ্ধা সংসদের

  • আপডেট : ০৭:১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৫৯১ জন দেখেছে

ঝিনাইদহ, ২২ জুন ২০২৫: বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করা না হলে সারা দেশে আবারো আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ

আজ রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার সদস্য সচিব রত্না খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আনিচুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ন কবির, জুলাই যোদ্ধা রাহাত মিয়া, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম মানিকসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ন্যায্য ও যৌক্তিক দাবি ‘জুলাই ঘোষণা পত্র’ প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য যে ত্রিশ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, সেই সময়সীমা আর মাত্র তিন কার্যদিবস বাকি থাকলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। যে কোনো প্রতিশ্রুতি পূরণ সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্বের অন্তর্ভুক্ত। এটি আন্দোলনের একক উদ্দেশ্য নয়, বরং দেশের সাধারণ মানুষের ন্যায্য প্রত্যাশারই প্রতিফলন।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ‘জুলাই ঘোষণাপত্র’, গণহত্যার বিচার, নির্বাচন প্রক্রিয়ার জন্য দৃশ্যমান সংস্কার প্রয়োজন। যা এখনও পর্যন্ত বর্তমান সরকার বাস্তবিক প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে।” তারা আশা করেন দ্রুত সময়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রদান, গণহত্যার বিচার শুরু ও নির্বাচন প্রক্রিয়ার জন্য দৃশ্যমান সংস্কার শেষ করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া হবে।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ন কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, “জুলাই বিপ্লবে দুই হাজার তাজা প্রাণের মৃত্যুকে তুচ্ছ করে নির্বাচন নির্বাচন খেলা আমরা মেনে নেব না।” তিনি বলেন, “নির্বাচন হবে জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার ও দৃশ্যমান সংস্কার হওয়ার পর। এ সব না হলে সারা দেশে আবারো আন্দোলন গড়ে তোলা হবে।” এ জন্য জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক সংগঠনকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।


ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

শিক্ষকদের পায়ে ফুল, আর সেই সঙ্গে ‘শিক্ষাগুরুর মর্যাদা’ নিয়ে ঝড় তোলা পাঠচক্র! ঝিনাইদহ বন্ধুসভার এক অন্যরকম শিক্ষক দিবস উদযাপন, যা মন জয় করেছে সবার! ঝিনাইদহ: ‘শিক্ষাগুরুর মর্যাদা’ নিয়ে কবিতা-আলোচনা!

‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়ন না হলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি জুলাই যোদ্ধা সংসদের

আপডেট : ০৭:১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

ঝিনাইদহ, ২২ জুন ২০২৫: বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করা না হলে সারা দেশে আবারো আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ

আজ রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার সদস্য সচিব রত্না খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আনিচুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ন কবির, জুলাই যোদ্ধা রাহাত মিয়া, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম মানিকসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ন্যায্য ও যৌক্তিক দাবি ‘জুলাই ঘোষণা পত্র’ প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য যে ত্রিশ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, সেই সময়সীমা আর মাত্র তিন কার্যদিবস বাকি থাকলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। যে কোনো প্রতিশ্রুতি পূরণ সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্বের অন্তর্ভুক্ত। এটি আন্দোলনের একক উদ্দেশ্য নয়, বরং দেশের সাধারণ মানুষের ন্যায্য প্রত্যাশারই প্রতিফলন।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ‘জুলাই ঘোষণাপত্র’, গণহত্যার বিচার, নির্বাচন প্রক্রিয়ার জন্য দৃশ্যমান সংস্কার প্রয়োজন। যা এখনও পর্যন্ত বর্তমান সরকার বাস্তবিক প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে।” তারা আশা করেন দ্রুত সময়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রদান, গণহত্যার বিচার শুরু ও নির্বাচন প্রক্রিয়ার জন্য দৃশ্যমান সংস্কার শেষ করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া হবে।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ন কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, “জুলাই বিপ্লবে দুই হাজার তাজা প্রাণের মৃত্যুকে তুচ্ছ করে নির্বাচন নির্বাচন খেলা আমরা মেনে নেব না।” তিনি বলেন, “নির্বাচন হবে জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার ও দৃশ্যমান সংস্কার হওয়ার পর। এ সব না হলে সারা দেশে আবারো আন্দোলন গড়ে তোলা হবে।” এ জন্য জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক সংগঠনকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।