খাগড়াছড়ি, ২৬ জুন ২০২৫: খাগড়াছড়ি পার্বত্য জেলায় “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র, আমরা” প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (বিশেষ) ধাপ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০:৩০ মিনিটে খাগড়াছড়ি সদর উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে এই প্রশিক্ষণ পরিচালিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপি খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ আরিফুর রহমান, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন)-এর পরিচালক জনাব মোঃ আম্মার হোসেন, বিভিএম মহোদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন এবং সদর উপজেলা প্রশিক্ষক মোঃ সাইফুল ইসলাম।
এই ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে মোট ৬৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মহিলা সদস্য অংশগ্রহণ করেন এবং সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেন। সমাপনী অনুষ্ঠানে পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করে মোট ০৩ জন সদস্যকে পুরস্কৃত করা হয়।