Hi

০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পরিবেশ রক্ষায় মাটিরাঙ্গায় ব্যতিক্রমী বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খাগড়াছড়ি: “গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এই অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) মাটিরাঙ্গা ইসলামিয়া এতিমখানায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এবং সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার নিজ হাতে এতিমখানার আঙিনায় ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন। এছাড়াও, তিনি স্থানীয় শিশু-কিশোরদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন, যা উপস্থিত সকলের মাঝে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

এই কর্মসূচিটি আয়োজন করে ‘বন্ধু জুনিয়র যুব ক্লাব, মাটিরাঙ্গা’ এবং এর সার্বিক সহযোগিতায় ছিল মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

একই অনুষ্ঠানে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার মাটিরাঙ্গা ইসলামিয়া এতিমখানার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এতিমখানার রূপরেখা ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

‘বন্ধু জুনিয়র যুব ক্লাব’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মামুনুর রশীদ মামুন এই উদ্যোগ সম্পর্কে বলেন, “সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ, যা আগামীতেও অব্যাহত থাকবে।”

সবুজে মোড়ানো ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে এই আয়োজনটি পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার এক অপূর্ব মিলনমেলা হিসেবে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।

ট্যাগ :
লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঝিনাইদহে  হুলস্থুল! আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ‘বিগ শট’ নেতারা হাজতে! পুরনো ‘ভাঙচুর’ মামলায় কাঁপছে রাজনীতি! 

পরিবেশ রক্ষায় মাটিরাঙ্গায় ব্যতিক্রমী বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আপডেট : ১২:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

খাগড়াছড়ি: “গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এই অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) মাটিরাঙ্গা ইসলামিয়া এতিমখানায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এবং সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার নিজ হাতে এতিমখানার আঙিনায় ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন। এছাড়াও, তিনি স্থানীয় শিশু-কিশোরদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন, যা উপস্থিত সকলের মাঝে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

এই কর্মসূচিটি আয়োজন করে ‘বন্ধু জুনিয়র যুব ক্লাব, মাটিরাঙ্গা’ এবং এর সার্বিক সহযোগিতায় ছিল মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

একই অনুষ্ঠানে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার মাটিরাঙ্গা ইসলামিয়া এতিমখানার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এতিমখানার রূপরেখা ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

‘বন্ধু জুনিয়র যুব ক্লাব’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মামুনুর রশীদ মামুন এই উদ্যোগ সম্পর্কে বলেন, “সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ, যা আগামীতেও অব্যাহত থাকবে।”

সবুজে মোড়ানো ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে এই আয়োজনটি পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার এক অপূর্ব মিলনমেলা হিসেবে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।