অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের যৌথ উদ্যোগে, বাংলা ভাষার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও ধর্ণা
আজ ৯ই সেপ্টেম্বর মঙ্গলবার, ঠিক দুপুর দুটোয়, ধর্মতলা ডরিনা ক্রসিং এ অঙ্গনওয়াড়ী ও আশা কর্মীদের যৌথ উদ্যোগে বাংলা ভাষার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন।
মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা কাউন্সিলররা।
বিভিন্ন জেলা থেকে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ী কর্মীরা এসে ধর্ণা মঞ্চে উপস্থিত হন, প্রতিদিনের ন্যায় বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে এই প্রতিবাদ সভা চলছে , যে প্রতিবাদ সভা চলছিল গান্ধী মূর্তির সামনে, আজ চলছে ডরিনা ক্রসিং এ, বিভিন্ন তৃণমূল কংগ্রেসের সংগঠন এই মঞ্চে প্রতিবাদ জানাচ্ছে। সেনা দিয়ে আমাদের মঞ্চ ভেঙে প্রতিবাদ বন্ধ করতে পারবে না, যতো গরম , জল বৃষ্টি হোক, তৃণমূল কর্মীরা সব সহ্য করতে পারে, ভয় পায় না, তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ মেনে চলে , অন্যায় এর বিরুদ্ধে লড়তে যানে,
বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার, সৈরাচারী সরকার যদি মনে আমাদেরকে জব্দ করবে, আর বাংলা ভাষা কে অপমান করবে আমরা তা হতে দেবো না। আমরা প্রতিবাদের মধ্য দিয়ে এবং লড়াই এর মধ্য দিয়ে ছিনিয়ে নেবো, বাংলার মানুষকে ভাগ হতে দেবো না , যতই বাংলীদের উপর অত্যাচার করুক, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করুক, বাংলার মানুষ জবাব দেবে ছাব্বিশে, আর যদি এস আই আরের নামে যদি একটা ভোট বাতিল হয়, তাও আমাদের দেখে নেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়,
আমাদের নেত্রী, উন্নয়নের নেত্রী, যিনি সর্বদায় মানুষের পাশে থাকেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, সেই দিদির পাশে আমরা সবাই আছি, দেখবো কি ভাবে বাংলা ভাষা বন্ধ হয়,
এটা রবীন্দ্রনাথের বাংলা, নেতাজীর বাংলা, ক্ষুদিরামের বাংলা, এই বাংলায় কোনো ভাষার ঠাঁই হবে না।
তাই আজ আবারো একবার বলতে চায়। মোদি,অমিত দূর হটৌ, ভোট চোর বিজেপি সরকার দূর হটো, যত খুশি ইডি সিবিআই দেখাও । আমরা ভয় পায় না ,
আর যে ভাষা পরে আমরা বড়ো হয়েছি, যে অ আ ক খ পড়ে আমরা লিখতে শিখেছি, পড়া শুনা করে বড়ো হয়ে নিজেরা প্রতিষ্ঠা হয়েছি, কেই ডাক্তার, কেউ উকিল, কেউ শিক্ষক, কেউ আবার কৃষক হয়েছি, সবাই কেই পড়তে হয়েছে বাংলা ভাষা, তাই বাংলাকে অপমান করা মানে বাঙালিদের কাছে লজ্জ্বা,
তাই আজ এই মঞ্চে প্রতিদিন, বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে, বিভিন্ন সংগঠন এসে জমায়েত হচ্ছে, বিজেপি সরকার এর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে, বিজেপি সরকারের চক্রান্ত কে বন্ধ করতে, এবং বাঙালিদের উপর অত্যাচার বন্ধ করতে, দুই হাজার ছাব্বিশে চিরদিনের জন্য বিজেপি কে বিদায় দিতে,
ধর্মতলা ডরিনা ক্রসিং এ ধর্ণামঞ্চ চললেও, পরীক্ষা চলায় , সরকারি নির্দেশ মেনে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো মাইক বন্ধ রেখে প্রতিবাদ সভা করছেন বিভিন্ন সংগঠন প্রতিদিন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ