ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের নীতির বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে বামপন্থি দলগুলোর নেতৃত্বে এই প্রতিবাদ তীব্র আকার ধারণ করে। এপি বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ম্যাক্রোঁর ঘনিষ্ঠ রাজনীতিক সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণার পরপরই আন্দোলন আরও জোরালো হয়েছে।
বিক্ষোভের ধরন
বিক্ষোভকারীরা ‘ব্লক এভরিথিং’ কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে রেখেছে। তারা টায়ার ও আবর্জনায় আগুন দিয়ে প্রতিবাদ জানাচ্ছে, যার ফলে যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। শ্রমিক ধর্মঘট ও সর্বাত্মক অবরোধের ডাক দিয়ে বিক্ষোভকারীরা সরকারি কার্যক্রম বন্ধের চেষ্টা করছে।
সরকারের পদক্ষেপ
- বিক্ষোভ দমনে সরকার প্রায় ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে।
- অনেক এলাকায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
- বিক্ষোভ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর কাছে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ম্যাক্রোঁ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।