গাজীপুর মহানগরীর বিভিন্ন সড়কে বেপরোয়া ও অদক্ষ মোটরসাইকেল চালকদের কারণে সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। উঠতি বয়সী তরুণদের বেপরোয়া বাইক চালানো এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা ক্রমশ বাড়ছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, জিরানি রোড, কাশিমপুর নামাবাজার সড়ক, বিএডিসি-শ্রীপুর আঞ্চলিক সড়ক, গোবিন্দবাড়ি-বারেক নগর সড়ক ও কাশিমপুর থানা সড়কে ১৫-১৮ বছর বয়সী তরুণদের উচ্চ গতিতে বাইক চালাতে প্রায়ই দেখা যায়। এদের অনেকেরই ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র নেই। তারা ফুটপাত ও উল্টো পথে বাইক চালায়, সাইলেন্সার খুলে বিকট শব্দ সৃষ্টি করে এবং ডিজিটাল হর্নে কুরুচিপূর্ণ শব্দ বাজায়। এসব কর্মকাণ্ডে পথচারী ও অন্যান্য যানবাহনের চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বেপরোয়া বাইকারদের কারণে চলমান গাড়িগুলোর চালকরা প্রায়ই হকচকিয়ে যান, যার ফলে রাস্তায় বাইকারদের সঙ্গে অন্যান্য চালকদের বচসা লেগেই থাকে। আকস্মিক ব্রেক করার কারণে যানবাহনগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয়রা জানান, বিত্তশালী পরিবারের ছেলেরা মোটরসাইকেলের সাইলেন্সার খুলে বিকট শব্দে নগরময় দাপিয়ে বেড়াচ্ছে এবং গাড়িতে কুরুচিপূর্ণ হর্ন বাজাচ্ছে।
এই বেপরোয়া আচরণের ফলস্বরূপ প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন, যারা গাজীপুর বিজিএমইএ কলেজের শিক্ষার্থী ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি অশোক কুমার পাল জানিয়েছেন, বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।