- বিক্ষোভের স্থান: মরক্কোর দক্ষিণাঞ্চলের শহর ওয়ারজাজাত, আগাদির এবং গুইলমিমে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, ফেজ শহরে একটি মিছিল বের করা হয়।
- বিক্ষোভকারীদের দাবি: বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ, অগ্নিসংযোগ এবং ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখার প্রতিবাদে স্লোগান দিয়েছেন।
- আন্তর্জাতিক দাবি: বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার হাতে নিয়ে আন্তর্জাতিক নৌযান বহরের (ফ্লোটিলা) সুরক্ষা ও সমর্থন, গাজার উপর থেকে অবরোধ তুলে নেওয়া, ইসরায়েলি নেতাদের বিচার এবং আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ক স্থাপন বন্ধ করার দাবি জানিয়েছেন।
- মরক্কোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক: প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মরক্কো ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ‘আব্রাহাম চুক্তি’তে স্বাক্ষর করে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।