ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় আসাম রাইফেলস ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ জন সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সেখানে অভিযান চলছে।
বুধবার, ১৪ মে, চান্দেল জেলার খেনজয় তেহসিলের নিউ সমতল গ্রামে এই ঘটনা ঘটে। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডারের এক্স (সাবেক টুইটার) পোস্টে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস স্পিয়ার করর্পসের অধীনে একটি অভিযান পরিচালনা করে। উল্লেখযোগ্যভাবে, এই এলাকা মিয়ানমার সীমান্তের কাছাকাছি অবস্থিত।
অভিযান চলাকালে সন্দেহভাজন বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করলে, পাল্টা অভিযানে ১০ জন বন্দুকধারী নিহত হয়। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সূত্র: এনডিটিভি