বিবিসি নিউজের খবর অনুযায়ী, রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে এক নারী নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। হামলায় মূলত কিয়েভ, দনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে লক্ষ্য করা হয়েছে।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রবিবার ভোরে রাশিয়া একযোগে ২৭৩টি ড্রোন পাঠিয়েছে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এটিই সবচেয়ে বড় হামলা। এর আগে, পূর্ণমাত্রার আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তির আগে ২৩ ফেব্রুয়ারি রাশিয়া ২৬৭টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছিল।
বিমান বাহিনী আরও জানায়, রাশিয়ার ৮৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং ১২৮টি ‘সিমুলেটর ড্রোন’ পথ হারিয়ে বিধ্বস্ত হয়েছে, তবে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করেনি। প্রায় তিন বছর পর এই প্রথম রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনার মধ্যেই রাশিয়া এই হামলা চালালো।
ড্রোন হামলায় কিয়েভ অঞ্চলের ওবুখিভ জেলায় ২৮ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে একটি চার বছরের শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কিয়েভ অঞ্চলের গভর্নর মাইকোলা কালাশনিক টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার ইউক্রেনের সুমি অঞ্চলে একটি বাসে রুশ ড্রোন হামলায় নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। তবে মস্কো দাবি করেছে, তারা সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছিল।