যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের একটি কারাগার থেকে চাঞ্চল্যকরভাবে পালিয়ে গেছে ১০ জন বন্দি। পলায়নের আগে তারা সেলের দেয়ালে লিখে গেছে ‘টু ইজি লল’ (Too Easy LOL), যার অর্থ ‘খুব সহজ’ – এমনটাই জানিয়েছে বিবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্দিরা তাদের সেলের টয়লেটের পেছনের একটি ছিদ্র দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে এবং এরপর কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে যখন তাদের সেল ব্লকের একমাত্র প্রহরী খাবার আনতে গিয়েছিলেন।
স্থানীয় শেরিফ জানিয়েছেন, পলাতক বন্দিদের মধ্যে হত্যা মামলার আসামিও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতরের কেউ তাদের পালাতে সাহায্য করেছে। পলাতকদের মধ্যে এখনও সাতজন ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
কারা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বন্দিরা কারাগার থেকে দৌড়ে পালাচ্ছে। তাদের মধ্যে কারও পরনে কমলা রঙের পোশাক, আবার কারও সাদা। তারা কাঁটাতারের বেড়া টপকানোর জন্য কম্বল ব্যবহার করে। এরপর কয়েকজন কাছাকাছি একটি মহাসড়ক পেরিয়ে আবাসিক এলাকার দিকে ছুটে যায়।
এদিকে, কারাগারের দুর্বল অবকাঠামোর বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন কারা কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, বন্দিরা সেই সুযোগটি কাজে লাগিয়েই পালাতে সক্ষম হয়েছে। তাদের রেখে যাওয়া ‘টু ইজি লল’ বার্তাটি কারা কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থাকে যেন সরাসরি উপহাস করছে।