ইরানের তেহরান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আরও দুই গুপ্তচরকে আটক করার খবর পাওয়া গেছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ কেজির বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (IRNA) এই তথ্য জানিয়েছে।
ইরানের পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে এই দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকও জব্দ করা হয়েছে। পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মোন্তাজের আল-মাহদি গতকাল রোববার (১৫ জুন) নিশ্চিত করেছেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় মোসাদের ওই দুই সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, তাদের কাছ থেকে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে ২০০ কিলোগ্রামের বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ছিল। এ ছাড়া একটি নিসান পিকআপ ট্রাকও আটক করা হয়েছে।
ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত ১৩ জুন রাতে ইসরায়েলি বাহিনী বিনা উসকানিতে ইরানে হামলা শুরু করার পর থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদস্যরা ইরানে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছোট ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে বলেও ইরান দাবি করেছে।
এর আগে গত রোববার তেহরান সংলগ্ন আলবোরজ প্রদেশের সাভোজবোলাগ কাউন্টি থেকেও আরও দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে, ইসরায়েলি হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলের ভেতরে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান।