নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সম্প্রতি তার প্রধানমন্ত্রিত্ব হারানোর জন্য ভারতকে দায়ী করেছেন। তিনি জেন-জি বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন এবং বর্তমানে সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে অবস্থান করছেন।
মূল অভিযোগ ও যুক্তি
- লিপুলেখ অঞ্চলের বিরোধ: ওলি তার ক্ষমতা হারানোর একটি কারণ হিসেবে লিপুলেখ অঞ্চল নিয়ে ভারতের সঙ্গে বিরোধকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, যদি তিনি এই স্পর্শকাতর ইস্যুটি না তুলতেন, তাহলে হয়তো ক্ষমতায় থাকতে পারতেন।
- অযোধ্যা ও রাম: তিনি অযোধ্যায় দেবতা রামের জন্ম নিয়ে করা মন্তব্যের কারণে ক্ষমতা হারিয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন যে রামের জন্ম ভারতে নয়, বরং নেপালের বীরগঞ্জে হয়েছিল। তিনি এই দাবির পক্ষে যুক্তি হিসেবে বলেন, প্রাচীনকালে এত দূরে গিয়ে বিয়ের প্রচলন ছিল না, তাই ভারতের উত্তর প্রদেশ থেকে জনকপুরে সীতাকে বিয়ে করতে রামের আসা সম্ভব নয়।
ভারত-নেপাল সীমান্ত বিরোধ
এই বিতর্কের মূলে রয়েছে লিপুলেখ গিরিপথ, যা ভারত, নেপাল এবং চীনের সীমান্তের সংযোগস্থলে অবস্থিত। ১৮১৬ সালের সুগৌলি চুক্তি অনুযায়ী, কালী নদীর উৎপত্তিস্থলকে সীমান্ত হিসেবে ধরা হয়েছে।
- নেপালের দাবি: নেপাল দাবি করে যে কালী নদীর উৎপত্তি লিপুলেখের উত্তর-পশ্চিমে অবস্থিত লিম্পিয়াধুড়া থেকে। এই যুক্তিতে তারা কালাপানি ও লিপুলেখ উভয় অঞ্চলকেই নিজেদের বলে দাবি করে।
- ভারতের দাবি: ভারত দাবি করে যে নদীটি কালাপানি গ্রামের কাছে শুরু হয়েছে। ফলে তারা এই অঞ্চলটিকে নিজেদের উত্তরাখণ্ড রাজ্যের অংশ হিসেবে দাবি করে।
কেপি শর্মা ওলির সরকার এই অঞ্চলটিকে নেপালের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেছিল এবং ভারতকে সেখানে রাস্তা নির্মাণ বন্ধ করতে অনুরোধ করেছিল। এই মন্তব্যের পর ভারতে তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়েছিল।